AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৩:৩৩ পিএম, ২ নভেম্বর, ২০২৫

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকা এলাকায় অভিযান চালিয়ে ২৪০ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথবাহিনী। শনিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ৯:৫৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

গৌরীপুর থানার নারী কনস্টেবল নাছরিন (কং/১৯৩৯)-এর নেতৃত্বে, কনস্টেবল বুলবুল আহমেদ (কং/২১২২) এবং যৌথবাহিনীর সদস্যদের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন– বিশ্বনাথ রবিদাস (৬০), মিনা রবিদাস (৫৫), সবিতা রবিদাস (৪৫) এবং তাপস রবিদাস (২১)। তারা সবাই মধ্য ভালুকা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা তাদের বসতঘরের মেঝে খুঁড়ে চোলাই মদের গোপন মজুদ রেখে সেখান থেকেই ক্রয়-বিক্রয় করতো। পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

অভিযানকালে ৩০ লিটার ধারণক্ষমতার নীল রঙের কনটেইনার ৪টি, ৮ লিটার ধারণক্ষমতার সাদা কনটেইনার ২টি এবং ৫ লিটারের ২টি বোতলসহ মোট ২৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও মদ তৈরির কাজে ব্যবহৃত ২টি সিলভার পাতিল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার টাকা।

ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয় সোহাগ রবিদাস, জীবন চন্দ্র বর্মন এবং কনস্টেবল বুলবুল আহমেদ। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!