AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে চলন্ত সিএনজিতে আগুন, রক্ষা পেলেন চালক ও যাত্রী



চট্টগ্রামে চলন্ত সিএনজিতে আগুন, রক্ষা পেলেন চালক ও যাত্রী

চট্টগ্রামের কর্ণফুলীতে চলন্ত সিএনজি অটোরিকশায় হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে যানটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালকসহ দুই যাত্রী।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ৪নং ওয়ার্ড এলাকায়, বোর্ড বাজারের আগে স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

গাড়িতে থাকা যাত্রী আবদুল শুক্র বলেন, “চালকসহ আমরা দুইজন যাত্রী সিএনজিতে ছিলাম। হঠাৎ গ্যাস থেকে আগুন ধরে গেলে চালক আমাদের কিছু না বলে দ্রুত লাফ দেন। আমরা দুই পাশে লাফ দিয়ে কোন রকম প্রাণে বেঁচে গেছি।”

স্থানীয়রা জানান, কর্ণফুলী এলাকায় চলাচলরত অনেক সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে। এতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শন ও সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সাঈদুজ্জামান বলেন, “সিএনজি অটোরিকশায় আগুন লাগার বিষয়ে আমরা কোনো খবর পাইনি। তবে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত গণসংযোগ, প্রশিক্ষণ ও ফায়ার মহড়া পরিচালনা করা হয়।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!