“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মো. হাবিবুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসেন উদ্দিন। এছাড়া ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, সরিষাবাড়ী থানার দায়িত্বরত এসআই সুব্রত, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহীদুল্লাহ সহ সমবায় অফিসের সকল কর্মচারী এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন সমিতিকে তাদের কার্যক্রমের ওপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

