বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট নিরসনে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা।
তিনি বলেন, “বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমেই এই রূপরেখা বাস্তবায়ন সম্ভব।”
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টার কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন।
সঞ্চালনা করেন শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান (মিজান)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লোপ্পা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাজ উদ্দিন (তাজু), হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম (মাস্টার), জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বসন্ত গোয়ালা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাম সরোয়ার রিমন এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

