ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১, মানসিক স্বাস্থ্য আইন ২০১৮, শিশু আইন ২০১৩ এবং প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স-১৯৬০ বাস্তবায়নে অংশীজনদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ শনিবার (১ নভেম্বর) জেলা প্রবেশন কার্যালয়ের আয়োজনে শহর সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষণ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এবং জেলা প্রবেশন কর্মকর্তা শরীফ হোসেন।
প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তা, ইউনিয়ন সমাজকর্মী, বিভিন্ন থানার নারী ও শিশু বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

