AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে পুলিশের অভিযানে ভারতীয় ফোসকা ও জিলেট ব্লেড উদ্ধার, আটক ৪



ভৈরবে পুলিশের অভিযানে ভারতীয় ফোসকা ও জিলেট ব্লেড উদ্ধার, আটক ৪

ভৈরব নৌ থানা পুলিশের অভিযান থেকে মেঘনা নদীতে ৬০ বস্তা ভারতীয় ফোসকা এবং ছয় হাজার চারশত পিস জিলেট ব্লেড উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে এবং অবৈধ ব্যবহারের জন্য একটি ব্লাকহেড জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—ভৈরবের আগানগর ইউনিয়নের লুন্দিয়া খলাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দিদার, মানিক মিয়ার ছেলে আসিফ, রমজান আলীর ছেলে ইসমাইল ও আব্দুল হামিদের ছেলে রানা আব্দুল হামিদ।

পুলিশ জানায়, আটককৃতরা স্বীকার করেছেন যে ফোসকা ও জিলেট ব্লেড সুনামগঞ্জের তাহেরপুর থেকে ভৈরবে আনা হচ্ছিল। তারা আরও জানিয়েছে, এই চক্রের সঙ্গে একটি প্রভাবশালী মহলও জড়িত এবং প্রায় এক বছর ধরে তারা ভৈরবের বিভিন্ন স্থানে এ অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।

ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক মো. সফিকুল ইসলাম বলেন, “নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় গোপন সংবাদ পেয়ে মা মনি ইটভাটার নিকটে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। একটি ব্লাকহেড আটক করে তল্লাশি করা হলে ৬০ বস্তা ভারতীয় ফোসকা ও জিলেট ব্লেড উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই ফোসকা ভারতের সোনামহগঞ্জ জেলার তাহেরপুর এলাকা থেকে সংগ্রহ করে ভৈরব ও আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।”

ভৈরব নৌ থানা পুলিশ এ ঘটনায় চোরাচালান আইনে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে এবং তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!