ভৈরব রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকে মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং কিশোরগঞ্জ জেলাকে অখন্ড রাখার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে অখণ্ড কিশোরগঞ্জ জেলা রক্ষা আন্দোলন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আন্দোলনের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সরকারের ভূমিকা প্রশংসনীয় হলেও, ভৈরব রেলস্টেশনে ট্রেনে হামলার মতো ঘটনা সরকারের ভাবমূর্তিকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা না নিলে সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হতে পারে।
কিশোরগঞ্জের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত ঘটনার তদন্তের নির্দেশ দেবেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখণ্ড কিশোরগঞ্জ জেলা রক্ষা আন্দোলনের মুখপাত্র জগলুল হাসান চয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, আশরাফুল ইসলাম সোহান, ইসলামী ছাত্রশিবির গুরুদয়াল সরকারি কলেজ শাখার সেক্রেটারি আহসান উল্লাহ, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুদাচ্ছির তুসি, হয়বতনগর বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জনি প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

