AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় সাড়ে ছয় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



পত্নীতলায় সাড়ে ছয় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি চত্বরে ৬ হাজার ৬৩০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পারভেজ মোশারফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ৬৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রথম ধাপে ৫ হাজার ৫০০ জন সরিষা চাষির মাঝে বীজ ও সার বিতরণ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে গম, মসুর, মুগ, সূর্যমুখী, চিনাবাদাম ও পেঁয়াজ বীজ বিতরণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!