বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের গোলচত্বরে এসব কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি র্যালি বের করা হয়, যা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহম্মেদ নিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মকলেছুর রহমান মকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুলহাস কবির অপু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ডি.এম. আব্দুল মালেক, এনামুল হক, সাদেকুল ইসলাম, জুয়েল রানা, শরিফুল ইসলাম বেলাল, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, ওবাইদুর রহমান, সিদ্দিক হোসেন এবং সদস্য মিজানুর রহমান নান্টু প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা। প্রধান অতিথি দেওয়ান মুস্তাকিম আহম্মেদ নিপু বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যুবদলকে সংগঠিত ভূমিকা রাখতে হবে। তরুণরাই দেশের পরিবর্তনের মূল শক্তি।”
সভাপতি নূরুল ইসলাম বলেন, “আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে হবে।”
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যুব সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে গণতান্ত্রিক চেতনা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা পায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

