২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মশুর, খেসারি, সূর্যমুখী ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫ হাজার জন কৃষককে সরিষার বীজ, ২ হাজার কৃষককে গম বীজ, ২০০ কৃষককে পেঁয়াজ বীজ, ২০০ কৃষককে মশুর বীজ, ২০০ কৃষককে খেসারি বীজ, ১০ জন কৃষককে সূর্যমুখী বীজ, ২০ জন কৃষকের মাঝে অড়হড় বীজ এবং প্রত্যেক কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হবে।
উদ্বোধনের পর উপজেলা প্রতিজন কৃষকের মাঝে সরিষার বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এ প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আক্তার রোমি, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. নাজমুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মামুনার রশীদসহ উপজেলার উপকারভোগী কৃষকবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বল্প খরচে অধিক ফলনের সুযোগ করে দিতেই এই প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “সরকার কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা শুধুমাত্র সহায়তা নয়, বরং কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

