AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ



বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ভাতার দাবিতে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকায় কারখানার সামনের ঢাকা–সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কর্মরত আছেন। গত চার মাস ধরে বেতন-ভাতা বকেয়া থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বারবার দাবি জানানো সত্ত্বেও মালিকপক্ষ ‘দিচ্ছি, দিচ্ছি’ বলে কালক্ষেপণ করছিলেন বলে অভিযোগ শ্রমিকদের। এতে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এক শ্রমিক শহিদুল বলেন, “চার মাস ধরে বেতন পাই না। দোকান থেকে বাকিতে জিনিস নিতে পারছি না, বাড়িওয়ালারাও ভাড়া চাইছে। খেয়ে না খেয়ে দিন কাটছে আমাদের।”

আরেক নারী শ্রমিক তানজিলা বলেন, “ঘরভাড়া, দোকান বাকি, ছেলেমেয়েদের স্কুলের বেতন—সব মিলে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। চার মাস ধরে বেতন না পাওয়ায় ঘরে খাবারও নেই। তাই বাধ্য হয়েই আজ রাস্তায় নামতে হয়েছে।”

বুধবার সকালে মালিকপক্ষ আংশিক বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা মেনে নেননি। পরে তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে মহাসড়কে অবস্থান নেন। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ অবরোধ চলে, এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, “আমরা শ্রমিকদের এক মাসের বকেয়া পরিশোধের চেষ্টা করেছি, কিন্তু তারা সব টাকা একসঙ্গে দাবি করেছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!