নওগাঁর আত্রাই উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলার পাঁচ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হবে। একজন কৃষক ১ বিঘা জমির জন্য সহায়ক উপকরণ হিসেবে পাবেন— গম বীজ ২০ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমুখী বীজ ১ কেজি, চিনাবাদাম বীজ ১০ কেজি, শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, মুগডাল বীজ ৫ কেজি, মসুরডাল বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ৫–১০ কেজি করে।
সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তার ও গোলাম রাব্বানী, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসির উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

