AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় গরিব ও মেধাবীদের মাঝে নগদ অর্থ ও কম্পিউটার বিতরণ


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০১:৫১ পিএম, ২৯ অক্টোবর, ২০২৫

মাটিরাঙায় গরিব ও মেধাবীদের মাঝে নগদ অর্থ ও কম্পিউটার বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রহিম উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর মুহাম্মদ আবদুল লতিফ। এছাড়া বক্তব্য দেন মাটিরাঙা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “আমরা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমাদের পরিবার অনেক আশা নিয়ে বিদ্যালয়ে পাঠিয়েছে। সেই প্রত্যাশা পূরণে তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করলেই সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব। সিদ্ধান্ত নিতে ভুল করলে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ার মতো ক্ষতি হতে পারে।”

বক্তারা আরও বলেন, “পার্বত্য জেলা পরিষদের যেমন বদনাম রয়েছে, তেমনি সুনামও আছে। বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া। এতে কারও জীবন একদিনে বদলে যাবে না, তবে এটি তোমাদের অনুপ্রেরণা জোগাবে। দুর্গম এলাকার শিক্ষার্থীরাও যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, তাহলে তোমরাও পারবে। যারা পড়াশোনায় মনোযোগী, তারাই আজ ভালো অবস্থানে রয়েছে।”

পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গরিব ও মেধাবী ২১ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া দুটি শিক্ষা প্রতিষ্ঠান— মাটিরাঙা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কম্পিউটার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরুল আবছার, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান), মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ; সলিম উল্লাহ, অধ্যক্ষ মাটিরাঙা ইসলামিয়া দাখিল মাদ্রাসা; আবুল হাশেম, প্রধান শিক্ষক মাটিরাঙা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ঈমাম উদ্দিন, প্রতিনিধি মাটিরাঙা সরকারি পাইলট হাই স্কুল; জয়নাল আবেদিন, অধ্যক্ষ গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা; মো. এরশাদ, প্রধান শিক্ষক আলুটিলা উচ্চ বিদ্যালয়; মাটিরাঙা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও শিক্ষার্থীরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!