সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকায় এক কৃষকের হাঁসের খামারে বিষ প্রয়োগ করে তিন শতাধিক হাঁস হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী খামারি জহুরুল ইসলাম সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘুড়কা ভূমিহীন পাড়া গ্রামের কৃষক মো. জহুরুল ইসলাম কৃষিকাজের পাশাপাশি বাড়ির পাশে প্রায় ৫০০ হাঁসের খামার পরিচালনা করতেন। গত ২৮ অক্টোবর সকালে প্রতিদিনের মতো ফুলজোড় নদীতে হাঁসগুলোকে ছেড়ে দেন তিনি। কিছুক্ষণ পর ২৪০টি হাঁস বিচ্ছিন্ন হয়ে গেলে বাকিগুলো জালে আটকে রাখেন। পরে বিচ্ছিন্ন হাঁসগুলো নিয়ে ফিরে এসে দেখতে পান, রাখা হাঁসগুলো অসুস্থ হয়ে পড়েছে।
তিনি জানান, অজ্ঞাত কেউ পানিতে বিষ প্রয়োগ করেছে, যার ফলে প্রায় ২৬০টি হাঁস মারা যায়। এতে প্রায় ৯১ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জহুরুল ইসলামের অভিযোগ, প্রতিবেশী মো. সিদ্দিক (৪৮) ও আহাদুল (২৫) পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হাঁসগুলো মেরে ফেলেছে। তিনি বলেন, “ওরা আমাকে আগেও হুমকি দিয়েছে, এখানে হাঁস রাখলে মেরে ফেলবে বলেছিল। শেষ পর্যন্ত বিষ দিয়ে হাঁসগুলো মেরে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।”
স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।
রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. শামীম আক্তার বলেন, “ভুক্তভোগীকে আমরা মৃত হাঁস সিরাজগঞ্জে এফবিআইএল পরীক্ষার জন্য পাঠাতে বলেছি। ফলাফল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

