বোয়ালখালীতে চুরির প্রকোপ আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু গত ১ মাসে পুরো উপজেলা ও পৌর এলাকায় অন্তত: অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। এসব চুরি বলে কেউ কেউ দাবী করলেও অনেকেই বলছেন কয়েকটি চুরিতে দূর্ধষতা দেখে মনে হচ্ছে এগুলো ডাকাতিকেও হার মানিয়েছে।
এ নিয়ে ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী আতংকিত, শংকিত এবং হতাশায় দিনাতিপাত করে চললেও ২২ অক্টোবর বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধি-সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এসব নিয়ে চরম অসন্তোষ ও কিছুটা বাকবিতন্ড হয়েছে বলে জানা গেছে।
উপজেলা-পৌরসভার একাধিক এলাকা সরেজমিনে পরিদর্শন করে ও চোর আক্রান্ত পরিবারের সাথে সরাসরি কথা বলে জানা যায়- গত ১মাসে বোয়ালখালীর বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিকেরও বেশী ছোট-মাঝারী বড় আকারের চুরির ঘটনা ঘটেছে। এতে পাকা দালান গ্রীল দরজা ও আলমারী ভেঙ্গে কেটে লক্ষ লক্ষ টাকার জিনিস লুটে নিয়েছে এবং ভাংচুর করে এ মূল্যবান জিনিস পত্র নষ্ট করেছে চোরের দল।
শুধু উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দনগর গ্রামে গত মাস খানেকের মধ্যে অন্তত ২০টিরো বেশী বাড়িতে চুরি হয়েছে। এ এলাকার ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা যায় -এ এলাকার আব্দুল শুক্কুর ড্রাইভারের অটোরিকশা থেকে ২টি ব্যাটারি, মনোয়ারা বেগম মানুর বাড়ি থেকে একটি ভ্যানগাড়ী, সোলাইমান কমান্ডারের নির্মাণাধীন ভবন থেকে ২ টন লোহা ও স্টিল শাটার, শাহাদাত হোসেন সুমনের কাঁচারি ঘর থেকে ৪০০ কেজি লোহা ও ২০ ফুট প্লাস্টিক পাইপ, কাজী ওবাইদুল হক হক্কানীর ভবনের ছাদে রাখা ১৮ পিলারের রড, মো. রোকনের একটি গাজী মোটর, ইলিয়াস সওদাগরের ২০০ কেজি লোহা, করিম বক্স বলি ও মো. রিটনের বাড়ি থেকে ২টি টিউবওয়েল, শামসুল আলমের বাড়ি থেকে একটি কম্পেসার চুরি করেছে চোরের দল।
এলাকাবাসী জানান-সর্বশেষ ঘটনায় স্থানীয় বাচা মিস্ত্রির সুপারি বাগানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ‘কাদের ডেকোরেশন’ নামে পরিচিত এক ব্যক্তি। তাঁর সঙ্গে আলমগীর নামে আরও একজন ছিলেন।
এলাকাবাসীর দাবি এসব চুরির সঙ্গে স্থানীয় ৪ তরুণ জড়িত। এলাকাবাসীরা আরো জানান-উল্লেখিত এসব তরুণ মাদকাসক্ত। মাদকের খরচ জোগাতে চুরি-ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে তারা। ক্ষতিগ্রস্তরা সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, একের পর এক চুরির ঘটনা ঘটলে তা পুলিশে জানানোর পরও পুলিশের অনেকটা নিরব ভূমিকা পালন করাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর শাকপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লালচাঁদ বাড়ী ঢুকার মুখে বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী জয়া বড়ুয়ার পাকা ঘরের দরজার লক, আলমিরা ভেঙে কৌশলে লুটে নেয় চোরের দল, এ ঘটনায় থানা পুলিশে ফোন করলেও একটি বারের জন্য পরিদর্শনে আসেনি। ফলে ক্ষতি গ্রস্থসহ এলাকাবাসীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ১৬ অক্টোবর দিবাগত পোপাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রবাসী নুরুল হুদার নতুন বাড়ীর বেগম নজুমিয়া মঞ্জিলের ঘরের দরজার তালাক -আলমিরার হুক ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস পত্র লুটে নেয় এবং নষ্ট করে চোরের দল। গত ৯ অক্টোবর রাতে শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামে ইসহাক মাস্টারের বাড়ীর আবদুল কাশেমের ঘরে দূর্ধষ চুরির ঘটনা সংগঠিত হয়।
৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী বলেন গত ১ মাসে জ্যৈষ্টপুরা-শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদ স্কুল মন্দির-বাজার ও বসতবাড়ীর প্রায় ৩৫টি টিউবওয়েল চুরি হয়েছে।
এছাড়াও খরণদ্বীপ ৩নং ওয়ার্ড, কমলা বাপের বাড়ীতে চুরি, ১৬ অক্টোবর রাতে ৫ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ী দৌলত সওদাগর বাড়ীসহ বিভিন্ন এলাকায় একাধিক চুরি ঘটনা ঘটেছে। এ জনপ্রতিনিধি আরো জানান- এ ধরনের চুরির ঘটনায় এলাকাবাসী অভিযোগে অতিষ্ঠ হয়ে ইউনিয়ন পরিষদের পক্ষেও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১৭ অক্টোবর দিন দুপুরে জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের উত্তর-পূর্ব পাশে অবসরপ্রাপ্ত পুলিশ খোকন বড়ুয়ার পাকা ঘরের গ্রীল-একাধিক দরজা ও ৩টি আলমিয়ার হুক ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ফিল্মি স্টাইলে লুটে নেয় চোরের দল। এঘটনায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। খোকন বড়ুয়ার ঘরে এহেন দূর্ধষ চুরির ঘটনা স্থল পরিদর্শনে গেলে স্থানীয় প্যানেল চেয়ারম্যান ও বৌদ্ধদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের নিকট এলাকাবাসী অভিযোগ করেন চুরি কবলিত এ ঘরটির পশ্চিম পাশের সুধীর রঞ্জন বড়ুয়া কমিউনিটি ক্লিনিকের অদুরে সড়কের বিভিন্ন স্থানে নেশাখোর, উশৃংখল যুবকরা সন্ধ্যা পরবর্তী মহড়া বসিয়ে চলছে দীর্ঘদিন ধরে। এসবে এলাকায় চুরি-ডাকাতির প্রকোপ বেড়ে যাচ্ছে।
চুরি কবলিত পরিবার কর্তা খোকন বড়ুয়া সাংবাদিকদের বলেন- ঘটনার দিন দুপুর ১টার দিকে পাশ্ববর্তী শ্রীপুর গ্রামে আমরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যায়, এরপর সন্ধ্যা ৬টা নাগাদ ফিরে দেখি ঘরের গ্রীল কেটে ও ঘরের তালা ভেঙে এ দূর্ধষ চুরি হয়। এ ঘটনায় একই দিন রাতে বোয়ালখালী থানায় আমি বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছি।
পোপাদিয়ার নুরুল হুদার বাড়ী, ঘোষখীল ইসহাক মাষ্টার বাড়ী, জ্যৈষ্ঠপুরা খোকন বড়ুয়ার ঘরে যেভাবে তান্ডব, ভাংচুর করে মুল্যবান সম্পদ লুটে নিয়েছে তা নিয়ে কেউ কেউ চুরির ঘটনা বলে চালিয়ে দিলেও অনেকেই বলছে এ ৩টি ঘটনা দূর্ধষ ডাকাতিকে হার মানিয়েছে।
এদিকে ২২ অক্টোবর বোয়ালখালী উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির এক সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তন( স্বাধীনতা)’য় অনুষ্ঠিত এ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুরো উপজেলার গত মাস খানেকের চুরিসহ এসব উশৃংখল ঘটনা নিয়ে আলোকপাত করায় কেউ কেউ খুশি আবার কেউ কেউ নিরবে অবস্থান করলেও স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি-সাংবাদিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারীর মধ্যে এ সব নিয়ে অসন্তোষ ও বাকবিতন্ড হওয়ার খবরও প্রকাশ পেয়েছে। এ আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমানসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

