আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার এলাকায় অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে দুলাল মিয়া (৬০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গোপালদী পৌরসভার মোল্লার চর কলমাকান্দা ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার মৃত আলতাব আলীর ছেলে এবং গোপালদী পৌরসভার উত্তর কলাগাছিয়া মিজান মিয়ার ভাড়াটিয়া ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সা ব্রিজে ওঠার সময় বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দুলাল মিয়া গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকের ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যান। আশেপাশের লোকজন আহত চালককে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ বিষয়ে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে