চট্টগ্রামের বোয়ালখালী কধুরখীল হাজী আমজাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় জ্বীন বা পীর থাকার অভিযোগ উঠে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দুপুর ২টার পর যখন ৫ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলায় ভয়জনক কিছু অনুভব করেন। তারা শিক্ষকদের জানানোর পর শিক্ষকরা নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন। এ ধরনের ঘটনা পূর্বেও ঘটে থাকলেও, বৃহস্পতিবারের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো আতঙ্ক সৃষ্টি করেছে।
শিক্ষার্থীরা জানান, তাদের মধ্যে মুনতাসীর হোসেন সোহা (রোল ১), তানিয়া ইসলাম সালমা (রোল ২), ইসরাত জাহান মুনতাহা (রোল ১৪) এবং আবদুল কাদের (রোল ৪) ভয় পেয়ে চিৎকার ও কান্না করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা জানান, আশোতোষ মজুমদার, প্রবীর দাশ গুপ্ত ও পূজা চৌধুরী সহকারী শিক্ষকরা ঘটনাস্থলে ছিলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিজিয়া বেগম ছুটিতে থাকায় পরে বিষয়টি জানতে পারেন।
শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।
একুশে সংবাদ/এ.জে