AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত



রাজীবপুরে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে কুড়িগ্রামের রাজীবপুরে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় রাজীবপুর থানার আয়োজনে থানা চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল কবির।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি রাসেল কবির বলেন, “বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে যাচ্ছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের আরও এগিয়ে আসতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন এসআই সাজেদুল ইসলাম। বক্তব্য রাখেন রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, রাজীবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুব রশীদ মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, রাজীবপুর সরকারি কলেজ ছাত্রদলের ভাইস-প্রেসিডেন্ট ও বি.এস.এস. ডিগ্রির শিক্ষার্থী মো. হাবিব, সাংবাদিক সোহেল রানা প্রমুখ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!