AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে জমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন



সাদুল্লাপুরে জমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সংবাদ সম্মেলন ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে মতিয়ার রহমান ও তার পরিবারের সদস্যরা।

বুধবার (২২ অক্টোবর) প্রতিপক্ষ সুকমল চৌধুরী ওরফে গৌতম মেম্বার এবং তার ভাইসহ পরিবারের সদস্যরা গত ১৮ অক্টোবর গাইবান্ধা প্রেসক্লাবে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মতিয়ার রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন। ওই সংবাদ সম্মেলনের তথ্য বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয়।

এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন মতিয়ার রহমান। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, “গৌতম গংয়ের সঙ্গে জমি সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ আমার ও আমার পরিবারের বিরুদ্ধে কুৎসা ও আপত্তিকর বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে যে সব তথ্য উত্থাপিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”

মতিয়ার রহমান আরও জানান, সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর মৌজাস্থ হরচন্দ্র চৌধুরীর কাছ থেকে ১৯৫৫-৫৬ সালে পূর্বপুরুষদের নিকট থেকে ক্রয়কৃত ৪ একর ৪৬ শতাংশ জমি চাষাবাদ করে আসছিলেন। ২০১৪ সালে প্রতিপক্ষ সুকমল চৌধুরী ও তার ভাইয়েরা সরকারি দপ্তরে থাকা আত্মীয়দের সহযোগিতায় জাল ওয়ারিশ সনদের মাধ্যমে জমির নাম খারিজ করে নেয়। এর ফলে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।

মতিয়ার রহমান জানান, গত ১০ ফেব্রুয়ারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ গংদের সহযোগিতায় প্রতিপক্ষ গৌতম মেম্বার ও নিখিল মাষ্টারের নেতৃত্বে বসতবাড়ীতে হামলারও অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলন মতিয়ার রহমানের নিজ বাড়িতে, পুরান লক্ষীপুর গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মকলেছুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!