জামালপুরের ইসলামপুরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষীপুর চর পাড়ায় অবস্থিত লক্ষীপুর জাহানারা জুলফিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জুলফিকার রহমান সাঈদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন আর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিদাতা ফয়জুর হক প্রামাণিক, সমাজসেবক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামিউল হক লাভলু, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন, সাবেক মেম্বার রেজাউল করিম, ডিগ্রীর চর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফ উদ্দিন, বাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, অভিভাবক আফসার আলী, নাছির উদ্দিন, ফরিদ উদ্দিন ও কালু শেখ প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও গুণগত শিক্ষা অর্জনে শিক্ষক, অভিভাবক ও সমাজসেবীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় সুধীজন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে