মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য সিরাজ মিয়া (৬৫) নিহত হয়েছেন। নিহত সিরাজ মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (২২ অক্টোবর) ভোরে লাউয়াছড়া বনবিটের আওতাধীন জানকিছড়া ক্যাম্পে রাতের দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দ্রুতগতির একটি গাড়ি পেছন থেকে সিরাজ মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বন বিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটি নিহতের পরিবারের পাশে আছে। ইতোমধ্যে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।”
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে