AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‍্যালি ও আলোচনা সভায় ধামরাইয়ে নিরাপদ সড়কের বার্তা


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০২:২৩ পিএম, ২২ অক্টোবর, ২০২৫

র‍্যালি ও আলোচনা সভায় ধামরাইয়ে নিরাপদ সড়কের বার্তা

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উদ্‌যাপনের আয়োজন করে ধামরাই উপজেলা প্রশাসন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে এই বছর নবমবারের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। সড়ক দুর্ঘটনা রোধে জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ি চালানো রোধে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা কমিটির সভাপতি নাহিদ মিয়া বলেন, “নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘ ২৪ বছর আন্দোলনের পর ২০১৭ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালন শুরু হয়। এ বছর নবমবারের মতো আমরা র‍্যালি ও আলোচনা সভার পাশাপাশি গণপরিবহন, চালক ও যাত্রীদের সচেতনতার জন্য প্রচারণা চালাচ্ছি।”

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক বলেন,“নিরাপদ সড়ক প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এটি বাস্তবায়নে প্রশাসন, পরিবহনকর্মী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংগঠনের নেতারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!