গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম উন্নয়ন সংস্থার পৃষ্ঠপোষকতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) গাইবান্ধা এসকেএস আই হাসপাতালের আয়োজনে এ চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্যম উন্নয়ন সংস্থার সিনিয়র সহসভাপতি মোঃ হাবিজার রহমান।
নলডাঙ্গা পুরাতন টেম্পুস্ট্যান্ড সংলগ্ন উদ্যম উন্নয়ন সংস্থার কার্যালয়ে দিনব্যাপি অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ চক্ষুরোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এসকেএস আই হাসপাতালের মেডিকেল অফিসার তাইফুল মিরাজ।
এসময় উপস্থিত ছিলেন উদ্যম উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফিজার রহমান মামুন, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল এবং সদস্য শফিউল ইসলাম শাপলা। পরে বিকালে গুরুতর ২৬ জন চক্ষুরোগীকে বিনামূল্যে অস্ত্রপচারের জন্য এসকেএস আই হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসা সেবা গ্রহণকারী মন্টু মিয়া, মকবুল হোসেনসহ অনেকে জানান, উদ্যম উন্নয়ন সংস্থার এই প্রশংসনীয় উদ্যোগে দরিদ্র পরিবারের মানুষজন ব্যাপকভাবে উপকৃত হয়েছে।
একুশে সংবাদ/এ.জে