মৌলভীবাজারে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর) শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বেলা ২টা ৪০ মিনিটে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসে ‘এন আইডি যার, টিকেট তার’ কর্মসূচির আওতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার এবং শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন। অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান, টাস্কফোর্সের সদস্যরা স্টেশনে প্রবেশ ও ট্রেনে যাত্রীদের টিকিট যাচাই করেন। অভিযানের সময় যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর যাচাই করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, “‘এন আইডি যার, টিকেট তার’ কর্মসূচির আওতায় টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিন যাত্রীর এনআইডি ও টিকিট মেলাতে না পারায় ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে যাতে টিকিট কালোবাজারি ও অন্যান্য অনিয়ম প্রতিরোধ করা যায়।”
একুশে সংবাদ/এ.জে