AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ



রূপগঞ্জে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলা চালিয়ে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দখলকারীরা জমির বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলেছে এবং বসতঘর ধ্বংস করেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিবাদ করায় প্রবাসীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

জমির মালিক, সিঙ্গাপুর প্রবাসী জসিম মিয়া জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকার পিতলগঞ্জ মৌজার এস এ দাগ নং-২০৮, ও আর এস-১৭৯ দাগের ২৫.৩৮ শতাংশ জমি তাদের পৈত্রিক সম্পত্তি। তারা ৫০ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছিলেন। তিনি বলেন, “একই দাগের ১৬ শতাংশ জমি বিগত সরকারের আমলে স্থানীয় রাকিবুল হাসান মিঠু ও তার লোকজন আমাদের জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখল করেছে এবং বাউন্ডারি নির্মাণ করেছে। এ সময় জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে এবং বসতঘর ভেঙে দেয়। এতে আমাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

জসিম মিয়ার বড় ভাই মোশারফ হোসেন বলেন, “সোমবার (২০ অক্টোবর) সকালে আমি আমাদের জমিতে গেলে মিঠুর লোকজন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”

প্রবাসীর পিতা আব্দুস সামাদ হাজী অভিযোগ করেন, “আমরা শান্তিপূর্ণভাবে জমিতে বসবাস করছিলাম। হঠাৎ তারা এসে দখল নিয়ে নিল। প্রশাসনের কাছে অভিযোগ করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি।”

প্রবাসীর মাতা মনোয়ারা বেগম বলেন, “আমরা অসহায় অবস্থায় আছি। তারা প্রায়ই এসে গালাগাল করে এবং হুমকি দেয়। রাতে ঘুমাতেও ভয় লাগে।”

প্রবাসীর ভাবী সিথি আক্তার জানান, “আমাদের জমি জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী দখল করেছে। তারা আমাদের বাড়িতে আটকে রাখে, বাচ্চাদের স্কুলে পাঠাতে দেয় না এবং বাইরে গেলে হুমকি দেয়। আমরা আইনের আশ্রয় নিয়েছি। আশা করি প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে।”

স্থানীয় এলাকাবাসী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে জড়িত এবং ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে পৈত্রিক সম্পত্তি পুনরায় ফিরে পেতে পারেন এবং দোষীরা দ্রুত আইনের আওতায় আনা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!