AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন রেঞ্জ কমান্ডার


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৬:৪৪ পিএম, ১৯ অক্টোবর, ২০২৫

বরিশালে পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন রেঞ্জ কমান্ডার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জাধীন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে সার্কেল অ্যাডজুটেন্ট পদে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

রবিবার (১৯ অক্টোবর) সকালে বরিশাল রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে, গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের গ্রেড-১৫ (উপজেলা প্রশিক্ষক) পদ থেকে গ্রেড-১০ (সার্কেল অ্যাডজুটেন্ট) পদে পদোন্নতি দেওয়া হয়।

রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, “পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি উচ্চতর দায়িত্বের স্বীকৃতি। দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও উন্নয়নে সততা, নিষ্ঠা ও আনুগত্যের মাধ্যমে আমাদের ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “প্রচলিত ধ্যানধারণা পরিহার করে নতুন উদ্যমে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে আনসার ও ভিডিপি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণধর্মী উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, “উচ্চতর পদে পদোন্নতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়েছে। আমরা বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে আন্তরিকভাবে দায়িত্ব পালন করবো।”

পদোন্নতিপ্রাপ্ত সার্কেল অ্যাডজুটেন্টরা হলেন: মমতাজ বেগম, কহিনুর বেগম, তাহমিনা খাতুন, ইসমেত আরা বেগম, আসমা আক্তার, ওমর ফারুক, মোঃ বিপ্লব হোসেন এবং মজিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা এবং বরিশাল সদর আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!