বাগেরহাটের মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট–৩ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বারইখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শিপন বলেন, “বিএনপি সকল ধর্মের মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে সকল ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি জন্মলগ্ন থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে কাজ করছে। এই ঐক্য ও সম্প্রীতির ধারাই দেশের শান্তি ও অগ্রগতির মূল চাবিকাঠি।”
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে