স্বৈরশাসনের অবসান ঘটিয়ে একটি জনকল্যাণমুখী, জবাবদিহিমূলক ও প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই স্বপ্ন বাস্তবায়নের সুনির্দিষ্ট দিকনির্দেশনাই হচ্ছে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা—যা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং আগামী দিনের নতুন রাষ্ট্র গঠনের ভিত্তি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়া।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর হাট এলাকায় বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রোকন উদ্দিন মিয়া বলেন, “আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এটি কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ নকশা। যেখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন—সব ক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের জনসংযোগমূলক কার্যক্রমের মাধ্যমে ধানের শীষকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নেতাকর্মীরা দোকানদার ও পথচারী ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. বোরহান খান, শিবচর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মেজবা গোমস্তা, মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মো. সুজন বেপারী, শিবচর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রফু গোমস্তা, পৌর জিয়া পরিষদের সভাপতি মো. লিটন গোমস্তাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে