জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশকে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত করে উন্নত রাষ্ট্রে পরিণত করবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল আলম খান।
তিনি বলেন, “দুর্নীতি না করে ৫ বছরের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। একটি দল ক্ষমতায় গিয়ে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা বলে মাঠে জামায়াতের ভোট নেই, কিন্তু ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে জামায়াত-সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছিল। এতে প্রমাণ হয়, জামায়াতের ভিত মজবুত।”
তিনি আরও বলেন, “পি.আর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হলে প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাওয়া সম্ভব। তাই দ্বিধাদ্বন্দ্ব না করে পি.আর পদ্ধতিতে নির্বাচনে আসুন। জামায়াতে ইসলামী জুলাই সনদ ও পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নে সচেষ্ট রয়েছে।”
শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বনপাড়া পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আওয়াল মমিনের সঞ্চালনায় ও বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম, জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।
সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে