নওগাঁর আত্রাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ভবানীপুর-মির্জাপুর বাজারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক পরামর্শকালে বলেন, “পুলিশের কাজে সহযোগিতা করলে এলাকার আইনশৃঙ্খলা ভালো থাকবে। আপনারা মাদক কারবার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। এর ফলে এলাকার দৃশ্যপট পরিবর্তন হবে।”
মাদক বিক্রেতা ও সেবনকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানান, “মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেওয়া হবে না। আত্রাই থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনও ছাড় নেই।”
ওসি মনসুর বলেন, “যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে সরকারি নাম্বারে বা ৯৯৯-এ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি।”
এ সময় উপস্থিত ছিলেন এসআই ওবাইদুল করিম, এসআই রাকিবুলসহ সঙ্গীয় ফোর্স।
একুশে সংবাদ/এ.জে