রাজশাহীর পুঠিয়া উপজেলায় পানিতে ডুবে রাইয়ান আলী (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার চকপলাশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইয়ান পুলিশের সদস্য হযরত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি সরু রাস্তায় সাইকেল চালাচ্ছিল রাইয়ান। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
জুমার নামাজের আগে থেকেই তাকে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। নামাজ শেষে এলাকাবাসীও যুক্ত হয় অনুসন্ধানে। একপর্যায়ে পুকুরপাড়ে রাইয়ানের সাইকেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে রাইয়ানের নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী নিজাম বলেন, “পুকুরপাড়ে ভাঙা মাটির চিহ্ন দেখে আমরা বুঝতে পারি, সে পানিতে পড়ে থাকতে পারে।”
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “বিষয়টি এখনো আমার জানা নেই, খোঁজ নিচ্ছি।”
একুশে সংবাদ/এ.জে