AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে হাইওয়ে পুলিশ সদস্যকে মারধর, চালক ও হেলপার আটক, বাস জব্দ


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৫:৪৪ পিএম, ১০ অক্টোবর, ২০২৫

শ্রীপুরে হাইওয়ে পুলিশ সদস্যকে মারধর, চালক ও হেলপার আটক, বাস জব্দ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজারে যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী ওঠানোয় চালককে জরিমানা করায় হাইওয়ে পুলিশ সদস্যকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়। পুলিশ বাস চালক ও তার সহকারীকে আটক করেছে এবং বাস জব্দ করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে।

হামলায় আহত পুলিশ সদস্য কনস্টেবল আব্দুর রব (৪৫) মাওনা হাইওয়ে থানার রেকার চালক। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটককৃতরা হলো ইমাম পরিবহনের চালক জাকির হোসেন সোহেল (৩৫) এবং সহকারী (হেলপার) আরিফ মিয়া (৩২)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক কনস্টেবল আব্দুর রবকে ধাক্কা-ধাক্কি করছেন। একজন লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরিহিত ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে একটি দোকানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং হুংকার দেন, “মামলা দিয়ে সে কেন দুই হাজার টাকা নিয়ে গেল? এটা সন্ত্রাস।”

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, শেরপুর থেকে ঢাকাগামী ইমাম পরিবহন (ঢাকা মেট্রো ব ১২-০৬৭৭) বাস জৈনাবাজার এলাকায় মহাসড়কের মাঝখানে থামিয়ে যাত্রী উঠাচ্ছিল। এতে সড়কে যানজট তৈরি হয়। পুলিশ বাস চালককে বাস সাইড করতে বলে। রেকারের দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব অবৈধ পার্কিংয়ের অভিযোগ এনে চালককে রেকার ও জালানীসহ দুই হাজার টাকা জরিমানা করেন। চালক ও তার সহকারী রেকার বিল দিতে অস্বীকৃতি জানালে তারা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এরপর কিছু উশৃঙ্খল ব্যক্তি উস্কানিমূলক আচরণ শুরু করেন এবং কনস্টেবলকে ধাক্কা দিয়ে সড়কের পাশে দোকানের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ আসার আগেই বাস চালক দ্রুত গতিতে বাস নিয়ে ঢাকার দিকে চলে যান। পরে রাজেন্দ্রপুর থেকে চালক ও সহকারীকে আটক করে বাস জব্দ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, “পুলিশকে মারধরের বিষয়টি আমি শুনেছি। হামলাকারী দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!