ময়মনসিংহের গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টায় গৌরীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গৌরীপুরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বসতবাড়িতে শাক-সবজি চাষের জন্য বীজ সহায়তা এবং মাঠে চাষযোগ্য ইনব্রিড ও হাইব্রিড জাতের শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে