AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে ৮০ মিটার দীর্ঘ ভাসমান সেতু নির্মাণ, জনদুর্ভোগ লাঘব


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৯:২২ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে ৮০ মিটার দীর্ঘ ভাসমান সেতু নির্মাণ, জনদুর্ভোগ লাঘব

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ছিঁড়া মধুরাম এলাকায় স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ দূর করতে লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ৮০ মিটার দীর্ঘ ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত সহজ করবে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নবনির্মিত সেতুর উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পর তিনি সেতুর ওপর দিয়ে হেঁটে সরাসরি পরিদর্শন করেন।

উদ্বোধনী সমাবেশে দুলু বলেন, দীর্ঘদিন ধরে স্বতি নদী দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যাহত করছিল। নতুন সেতুর কারণে শিক্ষার্থী, বাজারসদস্যসহ এলাকাবাসী আর ৮–১০ কিলোমিটার ঘুরে যেতে হবে না। সেতুটি বর্ষা মৌসুমেও ভেসে স্থিতিশীল থাকবে।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ জানান, জনগণের দুর্ভোগ লাঘব করাই বিএনপির অঙ্গীকার। সেতু নির্মাণে সহযোগিতা করা নেতাকর্মী ও স্থানীয়দের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যান্য নেতারা ও জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা দীর্ঘ প্রতীক্ষার পর এই উদ্যোগে জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসায় খুশি। তবে তারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে এখানে স্থায়ী সেতু নির্মাণ করা হবে।


একুশে সংবাদ/এ.জে

Link copied!