নোয়াখালীর মাইজদী সুপার মার্কেটের সামনে আজ শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে হাজারো মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লাকে বিভাগ ঘোষণার প্রতিবাদে আয়োজিত এ শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, তরুণ ও প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
আন্দোলনকারীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। তাদের কণ্ঠে ধ্বনিত হয়— “দাদি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই!” “তুমি কে? আমি কে? নোয়াখাইল্লা নোয়াখাইল্লা!”
বক্তারা বলেন, নোয়াখালী একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। এর রয়েছে স্বকীয় ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও বিপুল জনসংখ্যা। অথচ বারবার নোয়াখালী অবহেলিত হয়েছে। তারা মনে করেন, নোয়াখালী বিভাগ গঠন হলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন তরান্বিত হবে, প্রশাসনিক কার্যক্রম সহজ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন থাকলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বক্তারা সরকারের কাছে দাবি জানান— কুমিল্লার পাশাপাশি নোয়াখালীকেও দ্রুত বিভাগ হিসেবে ঘোষণা করে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে হবে।
একুশে সংবাদ/এ.জে