“কোনো সংখ্যা গুরু বুঝি না, কোনো সংখ্যা লঘু বুঝি না। আপনারা আমার ভাই। আমরা সবাই ভাই ভাই। ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, রাজনীতির ভেতর ধর্ম আনতে চায় না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”
চুয়াডাঙ্গার জীবননগরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন বিজিএমই ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বৃহস্পতিবার বিকেলে জীবননগর পৌর এলাকার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশের মানুষ।”
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান কবির, বিএনপি নেতা তাজুল ইসলাম, শাহজাহান আলী, জীবননগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আ. হামিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় পূজা মণ্ডপ কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বী মানুষরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে