AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে ১০৭টি পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান



উলিপুরে ১০৭টি পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১২টি পূজা মণ্ডপের মধ্যে ১০৭টি মন্দিরে বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত শ্রমিকদের দিনব্যাপী ১০৭টি পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এই অনুদান প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও উলিপুর উপজেলার কৃতি সন্তান, উলিপুর ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল খালেক।

এ সময় তার সাথে ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহাসহ উলিপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আব্দুল খালেক বলেন, “হিন্দু ধর্মাবলীর প্রধান উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে কিছু মহল ভারতীয় প্রভাবের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই সকলকে সজাগ থাকতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করা সকলের দায়িত্ব। বিএনপি সব সময় আপনার পাশে ছিল এবং থাকবে।”

অনুদান গ্রহণকালে পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপি পরিবারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!