AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালী দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা



বোয়ালখালী দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা

চট্টগ্রামের বোয়ালখালী সারোয়াতলী দেশবন্ধু সংসদে শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। এ সময়ে হাজারো রোগী চিকিৎসা নেন।

ক্যাম্পে চিকিৎসা দেন—নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, নাক, কান ও গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. পংকজ কুমার চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো-ল্যাসিক সার্জন অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. সীমান্ত ওয়াদ্দাদার, চর্ম, যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. রাজশ্রী চৌধুরী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সুলেখা চৌধুরী ও ডা. জয়ন্তী সরকার, অর্থোপেডিক বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. রাজর্ষি নাগ, জুনিয়র কনসালটেন্ট ডা. রানা দে, ডা. তাসিন মুহাম্মদ রেসাদ ও ডা. পরমোজ্জ্বল চৌধুরী।

অনুষ্ঠানে ফুল, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে চিকিৎসকদের সম্মাননা জানানো হয়। সকাল থেকেই রোগীরা ভিড় জমায়, আর বিনামূল্যে বিশেষজ্ঞ সেবা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

ডা. সীমান্ত ওয়াদ্দাদার বলেন, “দেশবন্ধু সংসদের ৭৫ বছর পূর্তিতে গ্রামের মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়েছেন। মানবতার কল্যাণে এ প্রতিষ্ঠান আরও দূর এগিয়ে যাক।”

অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী বলেন, “জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। তাই নিজ গ্রামের মানুষের পাশে থাকতে পারার আনন্দ অনন্য।”

 

একুশে সংবাদ/এ.জে 

Link copied!