নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি স্বাস্থ্যসেবার বাউন্ডারি ওয়ালে একটি বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপন টাঙানো নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরে বড় অক্ষরে “প্রবাসী কল্যাণ হাসপাতাল” এর বিজ্ঞাপন দেখা গেছে।
বিজ্ঞাপনটিতে হাসপাতালের নাম, পরিচালকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনে উল্লেখ আছে, এটি কানন প্লাজা, কলপট্টি রোড, আড়াইহাজার এলাকায় অবস্থিত।
স্থানীয়রা জানিয়েছেন, সরকারি হাসপাতালের দেয়ালে এভাবে বেসরকারি প্রতিষ্ঠানের প্রচার মূলত সরকারি জায়গার অপব্যবহার এবং জনগণের বিভ্রান্তির কারণ হতে পারে। তারা মনে করেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা কমিয়ে দেওয়ার জন্য এ ধরনের বিজ্ঞাপন প্রভাব ফেলতে পারে।
স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সরকারি হাসপাতালের সীমানা প্রাচীর কিংবা ভবনে কোনো ধরনের বেসরকারি প্রচার চালানোর নিয়ম নেই। এটি শুধু বেআইনি নয়, নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রয়োজনে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত এই ধরনের বেআইনি বিজ্ঞাপন অপসারণ এবং সরকারি স্থাপনার সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে