নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী বাজারে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে মোঃ লিয়াকত সরদার (নিহত)কে খুন করা হয়েছে। ঘটনার পর নিহতের বরের বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর সাঈদ হোসেন (উপজেলার স্বরুপপুর গ্রামের মোঃ আনিসুর রহমানের ছেলে)কে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার স্বরুপপুর গ্রামের মঞ্জুরুল আলমের জমিতে ধান না থাকার বিষয় নিয়ে প্রতিপক্ষের সাথে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সাঈদ হঠাৎ দেশীয় অস্ত্র (সুলপী) দিয়ে লিয়াকতকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে লিয়াকতের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা জানান, লিয়াকতের মৃত্যু সংবাদ পেয়ে আটককৃত সাঈদ হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে তাকে আবার আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে