অধীন কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার ২০২৪-২৫ সালে সৃজিত ১৩ কিলোমিটার বাগান পরিদর্শন করেছেন বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল। বৃহস্পতিবার এসব বাগান পরিদর্শন করেন তিনি।
জানা যায়, কোটচাঁদপুর (এসএফএনটিসি) অধীন ২০২৪-২৫ সালে কালীগঞ্জে ১০ কিলোমিটার এবং কোটচাঁদপুর উপজেলায় ৩ কিলোমিটার বাগান সৃজিত হয়েছে। বৃহস্পতিবার এসব বাগান পরিদর্শনে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলার বন কর্মকর্তা ওমর ফারুক এবং উপকারভোগী সমিতির সভাপতি সাহেব আলী।
উপজেলা বনকর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুই উপজেলায় ১৩ কিলোমিটার বাগান সৃজিত করা হয়েছে। সামাজিক বনায়নের কার্যক্রমসহ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কাজ চলমান থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

