ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতির আহবায়ক মোঃ মোজাম্মেল হক চৌধুরী সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যুর পূর্বে ৬০ ঘন্টা ইনক্লুসিভ ট্রেনিং কার্যক্রমে বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং স্কুলসমূহকে সম্পৃক্ত করার দাবীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে স্বারকলিপি প্রদান করেছেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সারাদেশে ছড়িয়ে থাকা বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলো আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন ও মোটরযান চালকদের উন্নত প্রশিক্ষণ কার্যক্রমে সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। এই উদ্যোগে সরকারকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা কমাতে তারা শক্তিশালী অংশীজন হিসেবে কাজ করতে প্রস্তুত।
বর্তমান সময়ে সারাদেশে ১৫০টি বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল রয়েছে, যার মধ্যে বেসরকারী মালিকদের ১৩৫টি স্কুল দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এসব স্কুলে প্রায় ৩০০ প্রশিক্ষক কর্মরত আছেন এবং অনেকের দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। এই স্কুলগুলোর অবকাঠামো ব্যবহার করলে সরকারী রাজস্ব সাশ্রয় সম্ভব এবং সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত করা যায়।
স্বারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ব্র্যাক ও বিআরটিসি প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। তবে ব্র্যাকের ঢাকা-চট্টগ্রামে মাত্র ৩টি নিবন্ধিত স্কুল এবং বিআরটিসির ১০–১২টি স্কুল রয়েছে। এতে সাধারণ চালকেরা এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে সক্ষম হচ্ছেন না।
এ অবস্থায় দেশের ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা কমাতে বিআরটিএ কর্তৃক চালকদের ৬০ ঘন্টা ইনক্লুসিভ ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমে ১৩৫টি নিবন্ধিত ড্রাইভিং স্কুলকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

