“শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” স্লোগানকে সামনে রেখে তানোর এডিপি ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুশ্রম মুক্ত ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে এবং তানোর এরিয়া প্রোগ্রামার বিমল জেমস কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন ও তানোর থানার এসআই নাঈম হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাঈদ হোসেন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সভায় তানোর পৌরসভা ও পাঁচন্দর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। এছাড়া অনুষ্ঠান শেষে ১৮ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন, মুদি দোকানের জন্য মালামাল এবং চায়ের দোকানের জন্য গ্যাস চুলাসহ সিলিন্ডার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে