লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিগ্রস্ত পুনর্বাসন প্রকল্পের আওতায় ৪০০ পরিবারের মাঝে তিন হাজার তিনশত (৩৩০০) ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাইনউদ্দিন চৌধুরী রিয়াজ, ইউনিট অফিসার সোহেল চৌধুরী, নির্বাহী সদস্য মাসুদ, যুব প্রধান ফজলে রাব্বী, জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ এবং যুগ্ম প্রধান সমন্বয়ক মাইনউদ্দিন মাসুদ প্রমুখ।
প্রধান অতিথি মাহবুব আলম তাঁর বক্তব্যে বলেন, “একটি ছোট চারা একদিন বড় গাছে পরিণত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে। এই চারা গুলো যত্নসহকারে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই আসুন, পরিবেশ রক্ষায় সকলে একযোগে কাজ করি।”
একুশে সংবাদ/ল.প্র/এ.জে