AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে খেলার মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৬:১৩ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বাউফলে খেলার মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের একমাত্র খেলার মাঠ দখলের চেষ্টা এবং নির্মাণাধীন সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদানের প্রতিবাদে রবিবার (২১ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইফতেকার রাসুল সাইমুন। তিনি বলেন, “আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে এই মাঠ। এখানে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে আসছি। খেলার মাঠ রক্ষা করা আমাদের ন্যায্য অধিকার। কোনো প্রভাবশালী মহল যদি এটি দখল করতে চায়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, সরকারি কলেজের খেলার মাঠ শিক্ষার্থীদের একমাত্র বিনোদন ও ক্রীড়া চর্চার জায়গা। স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মাঠটি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি কলেজ প্রশাসনের উদ্যোগে খেলার মাঠ রক্ষায় সীমানা প্রাচীর নির্মাণ শুরু হলে ওই প্রভাবশালী মহল নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যা শিক্ষার্থীদের ক্ষোভ চরমে পৌঁছে দিয়েছে।

শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের প্রতি দাবি জানান, মাঠের প্রাচীর নির্মাণ কাজ দ্রুত শেষ করতে এবং দখলবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

Link copied!