বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা বাজারে স্থানীয় তৃণমূল নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ করা হয়। বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামির বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধ, উন্নয়নশীল দেশ। মোরেলগঞ্জ-শরণখোলায় বিগত সময়ে দলের দুঃসময়ে ত্যাগী নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য প্রতিটি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের মন জয় করে ভোট প্রার্থনার আহ্বান জানান নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে