মৌলভীবাজার জেলার জুড়ীতে আরিফা আক্তার (১৬) নামে নবম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনিঘাট এলাকায় ঘটেছে। নিহত ওই শিক্ষার্থী পাতিসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আরিফা আক্তার বটনিঘাট গ্রামের মৃত আব্দুর নুর চৌধুরীর মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফা আক্তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে যাওয়ার পর ক্লাস শেষে বিকেলে বাড়ি ফেরেন। খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে বিশ্রামে গিয়ে কিছু সময় পর পরিবারের লোকজন কোনো সাড়া শব্দ না পেয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং থানায় নিয়ে আসে।
জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, “আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

