AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেতু তৈরি হলেও রাস্তা না থাকায় অচল রায়গঞ্জের কোটি টাকার প্রকল্প



সেতু তৈরি হলেও রাস্তা না থাকায় অচল রায়গঞ্জের কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই উত্তর পাড়া খালের ওপর নির্মিত একটি সেতু সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে পড়ে আছে অচল অবস্থায়। ভূমি অধিগ্রহণ জটিলতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি ব্যবহার করতে পারছেন মাত্র কয়েকটি পরিবার।

স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উর রহমান জাহিদের প্রভাব খাটিয়ে তার বাড়ির সামনে সেতুটি নির্মাণ করা হয়েছে। অথচ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ একটি পুরনো ব্রিজ দিয়ে চলাচল করছে।

বেংনাই গ্রামের বাসিন্দা আয়নাল শেখ, বয়াত আলী ও মুনছুর আলী বলেন, “যদি মূল সড়কের ওপর সেতুটি নির্মাণ করা হতো, কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হতো। এখন এটা কেবল একটি পরিবারের রাস্তা হয়ে দাঁড়িয়েছে। কোটি টাকা খরচ করে এমন ব্রিজের কোনো মানে নেই।”

এলজিইডি সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে ৩০ মিটার দীর্ঘ সেতুটির জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় তিন কোটি ২০ লাখ টাকা। কাজ শুরু হয় ২০২১ সালে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। সংযোগ সড়ক না থাকায় সেতুটি কার্যত অচল অবস্থায় পড়ে আছে।

রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “ভূমি অধিগ্রহণের জটিলতা রয়েছে। এলাকাবাসী জমি দিলে সংযোগ সড়ক তৈরি করে সেতুটি সচল করা সম্ভব।”

এদিকে প্রকল্পটির কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান পিসিএ এস জেভীর দায়িত্বশীল আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

 

একুশে সংবাদ/সি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!