আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে জানানো হয়, এ বছর উপজেলার ৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানউদ্দৌলা, লৌহজং থানার ইন্সপেক্টর তদন্ত মো. মনির হোসেন, লৌহজং ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি, ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন, লৌহজং উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি আলোক কুমার মিত্র, লৌহজং উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি মনোজ কুমার অমিত, এডভোকেট বিপ্লব সাহা, ১০টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, লৌহজং উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সভাপতি, ইমাম পরিষদের প্রতিনিধি, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকরা।
সভায় বলা হয়, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী বাহিনী মোতায়ন থাকবে। এছাড়া সিসিটিভি ক্যামেরা, মাইকিং এবং নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, “শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সকলকে সহযোগিতা করতে হবে। পুলিশি নিরাপত্তা নিশ্চিত করাসহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। বিজয়া দশমীতে সন্ধ্যা ৭টার মধ্যে সকল মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
সভায় বক্তারা আরও সতর্কবার্তা দেন, পূজা চলাকালীন বিদ্যুৎ, পানি ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে