আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার তিনটি নির্বাচনী এলাকা—১৭০ মুন্সীগঞ্জ-১, ১৭১ মুন্সীগঞ্জ-২ এবং ১৭২ মুন্সীগঞ্জ-৩—এর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর (বুধবার) লৌহজং উপজেলার খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, দাবী-আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর এবং চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, তালিকা অনুযায়ী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৫টি, ভোটকক্ষের সংখ্যা ৩৫৮টি। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩১৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৯৪২ জন এবং নারী ভোটার ৮৫ হাজার ৩৭৫ জন।
খসড়া তালিকা জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। এ বিষয়ে কারো দাবী, আপত্তি বা সুপারিশ থাকলে তা নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জমা দিতে হবে।
মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের বরাত দিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্ধারিত সময়সীমার বাইরে পাওয়া কোনো আবেদন বিবেচনা করা হবে না।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে